Habibur Rahman

মোংলায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার’র সুন্দরবন পরিদর্শন

মোংলা প্রতিনিধি: বাংলাদেশ সরকারের মাননীয় বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার’ আজ সকালে সুন্দরবন পরিদর্শন করেন। এ সময় তিনি সুন্দরবনের বিভিন্ন স্থাপনা ও সুন্দরবনের স্টেশনগুলো ঘুরে ঘুরে দেখেন।

সেখানে তিনি সবার সাথে সুন্দরবনের উন্নয়ন মুলক কর্মকান্ড সুবিধা অসুবিধা নিয়ে আলাপ আলোচনা করেন। এসময় খুলনা অঞ্চলের বন সংরক্ষক মোঃ মঈনুদ্দিন খান, সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয়

বন কর্মকর্তা জনাব মুহাম্মদ বেলায়েত হোসেন, চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব মোঃ এনামুল হক (এসিএফ) সহ বন বিভাগের বিভিন্ন কর্মকতা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

admin: